ঢাকা, শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪

চট্টগ্রাম বন্দর ৫ লুটেরার হাতে জিম্মি হয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন মহিউদ্দিন চৌধুরী

প্রকাশিত : ১৮:৪২, ৯ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৮:৪২, ৯ নভেম্বর ২০১৬

চট্টগ্রাম বন্দর পাঁচজন লুটেরার হাতে জিম্মি হয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরী। বলেছেন, বন্দর নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। মঙ্গলবার সকালে চট্টগ্রাম বন্দরের পাঁচ নম্বর জেটি গেইট এলাকায় ডক শ্রমিক কর্মচারি ফেডারেশন আয়োজিত সমাবেশে এ’সব কথা বলেন তিনি। ডক শ্রমিক, মার্চেন্ট শ্রমিক, স্টিভিডোরিং স্টাফ ও ল্যাসিং-আনল্যাসিং শ্রমিকদের সাথে বন্দর কর্তৃপক্ষের করা চুক্তি বাস্তবায়ন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সার্কুলার অনুযায়ি কর্মরত ক্রেন অপারেটরদের বন্দরের শ্রম শাখায় অন্তর্ভুক্ত করা সহ বিভিন্ন দাবিতে এই সমাবেশ করে ডক-বন্দর শ্রমিক কর্মচারি ফেডারেশন। যোগ দেন সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীসহ নগর আওয়ামী লীগ নেতারা। সমাবেশে শ্রমিক নেতারা বন্দরে শ্রমিকবান্ধব পরিবেশ সৃষ্টি, পর্যাপ্ত বিশ্রামাগার, সুপেয় পানির ব্যবস্থা, শৌচাগার নির্মাণসহ বন্দর কর্তৃপক্ষের সাথে সম্পাদিত চুক্তি বাস্তবায়নের দাবি জানান। স্বার্থন্বেষী একটি মহল শ্রমিকদের মধ্যে বিভাজন সৃষ্টি করে সরকারের ভাবমূর্তি নষ্ট এবং বন্দরের কার্যক্রম ব্যহত করার চক্রান্ত করছে বলে অভিযোগ করেন নগর আওয়ামী লীগ নেতারা। চট্টগ্রামের পাঁচ নেতা বন্দরকে জিম্মি করে লুটপাট করছে বলে অভিযোগ করেন নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী। শ্রমিক নেতা আবদুল আহাদের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা জহুর আহমদ, শ্রমিক নেতা ইসকান্দর মিয়া, মীর নওশাদ সহ অনেকে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি