সানোয়ারা ড্রিংকস অ্যান্ড বেভারেজকে ১০ লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত
প্রকাশিত : ১৮:০৪, ৯ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৮:০৪, ৯ নভেম্বর ২০১৬
চট্টগ্রামে মেয়াদ উত্তীর্ণ কেমিক্যাল দিয়ে আইসক্রিম তৈরির দায়ে সানোয়ারা ড্রিংকস অ্যান্ড বেভারেজকে ১০ লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
র্যাব জানায়, দীর্ঘদিন ধরে মেয়াদ উত্তীর্ণ কেমিক্যাল দিয়ে আইসক্রিম উৎপাদন ও বাজারজাত করে আসছে এমন সংবাদের ভিত্তিতে বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের নেতৃত্বে চাঁন্দগাঁও এলাকায় কারখানাটিতে অভিযান চালানো হয়। সেসময় আইসক্রিম তৈরির বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ কাঁচামাল জব্দ ও ধ্বংস করা হয়।
আরও পড়ুন