মার্কিন স্বার্থ বজায় রেখে অন্যান্য রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা হবে: ট্রাম্প
প্রকাশিত : ১১:০৯, ১০ নভেম্বর ২০১৬ | আপডেট: ১১:০৯, ১০ নভেম্বর ২০১৬
গেল কয়েকমাসের নির্বাচনী প্রচারণায় অভ্যন্তরীণসহ পররাষ্ট্রনীতিতে বড় ধরণের পরিবর্তন আনার অঙ্গীকার করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে জয়ী হওয়ার পর ভাষণে বিভাজনের নীতি থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট। বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তবে কেউ কেউ বলছেন, ঘোষিত নীতি থেকে পুরোপুরি সরে আসা ট্রাম্পের জন্য বড় ধরণের চ্যালেঞ্জ।
রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হলে একলা চল নীতি গ্রহণ করবে যুক্তরাষ্ট্র এমন আশংকা ছিল অনেকের। তবে নির্বাচন পরবর্তী ভাষনে তিনি জানিয়েছেন মার্কিন স্বার্থ বজায় রেখে অন্যান্য রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা হবে। বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখছেন এই বিশ্লেষক ।
আরেক বিশ্লেষকের মতে যে নীতির কথা বলে ক্ষমতায় এসেছেন ট্রাম্প, রাতারাতি সেখান থেকে সরে আসা বেশ কষ্টকর হবে।
মধ্যপ্রাচ্যে সামরিক হস্তক্ষেপ, সামরিক জোট ন্যাটোর পেছনে অর্থ ব্যয়েরও বিরোধী ট্রাম্প। এছাড়াও অন্যান্য ইস্যুতে ভোটের আগে ভিন্নরকম মন্তব্য করলেও বিষয়গুলো আবারো পুনঃর্বিবেচনা করবেন নতুন মার্কিন প্রেসিডেন্ট- এমন আশা সাবেক এই কূটনীতিবিদের।
তবে ঠিক কিভাবে পররাষ্ট্র কিংবা প্রতিরক্ষা দফতর সামলাবেন ট্রাম্প সেটি দেখতে অপেক্ষা করতে হবে আরো কিছুটা সময়।
আরও পড়ুন