ঢাকা, শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪

খালেদা জিয়াকে আত্মপক্ষ সমর্থনের জন্য ২৪ নভেম্বর দিন ধার্য

প্রকাশিত : ১৫:১৩, ১০ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৫:১৪, ১০ নভেম্বর ২০১৬

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়পারপার্সন বেগম খালেদা জিয়াকে আত্মপক্ষ সমর্থনের জন্য ২৪ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। খালেদা জিয়াকে সেদিন অবশ্যই আদালতে হাজির হতে হবে বলে জানান আদালত। বৃহস্পতিবার ঢাকার বকশিবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদার এ আদেশ দেন। সকাল ১০ টা ৫০ মিনিটে দুই মামলার হাজিরা দিতে বিশেষ আদালতে হাজির হন বেগম খালেদা জিয়া। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে আগামী ২৪ নভেম্বর আতœপক্ষের সমর্থনের জন্য দিন ধার্য করেছেন বিশেষ আদালত। এসময় খালেদা জিয়ার আইনজীবীরা মামলার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তুলেন। অপরদিকে, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় তদন্ত কর্মকর্তাকে জেরার জন্য ১৭ নভেম্বর পরবর্তী দিন ধার্য করেছেন  আদালত। দুর্নীতির দুই মামলায় ২০১৪ সালের ১৯ মার্চ খালেদা জিয়াসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকা তৃতীয় বিশেষ জজ আদালত।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি