ঢাকা, শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪

বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় বাউল মেলা ও সাধুসঙ্গ

প্রকাশিত : ১৪:০৭, ১১ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৪:০৭, ১১ নভেম্বর ২০১৬

প্রথমবারের মতো বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় শুরু হয়েছে বাউল মেলা ও সাধুসঙ্গ। লালন সাঁইয়ের সৃষ্টিকর্ম ও তার বিচরণক্ষেত্র নিয়ে গবেষণা এবং লালন দর্শন সবার মাঝে ছড়িয়ে দিতে নেয়া হয়েছে এমন উদ্যোগ। দেশের ৬৪টি জেলার লালন সঙ্গীত শিল্পীরা যোগ দিয়েছেন উৎসবে। সাঁইজির তিরোধান দিবস ও দোল পূর্ণিমায় উৎসবে লালন আখড়াবাড়িতে জড়ো হন লালন অনুসারী ও দর্শনার্থীরা। এবারই প্রথম বাংলাদেশ শিল্পকলা একাডেমি লালন ধামে আয়োজন করেছে দুই দিনের উৎসব। আয়োজনের মধ্যে রয়েছে সেমিনার, সাধুসঙ্গ, লালন মেলা ও লালন সঙ্গীতের আসর। আয়োজকদের পক্ষে জানানো হয় লালন সাঁইয়ের সৃষ্টিকর্ম ও লালন দর্শন সবার মাঝে ছড়িয়ে দিতে এ উদ্যোগ নেয়া হয়েছে। সারাদেশ থেকে ৬৪ জন লালন সঙ্গীতশিল্পী অনুষ্ঠানে যোগ দিয়েছেন। তারা বলছেন, এই উদ্যোগের মাধ্যমে লালন অনুসারীদের সঙ্গে তাদের এক সেতু বন্ধন রচিত হলো। এমন আয়োজনে খুশী লালন অনুসারী, গবেষক ও বাউল সাধু গুরুরা। দেশে জঙ্গিবাদ নির্মূলে যে আন্দোলন তা বেগবান করতে লালনের দীক্ষার কোন বিকল্প নেই বলে মনে করছেন উৎসবে আগতরা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি