ঢাকা, শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪

মানবেতর দিন কাটাচ্ছে গাইবান্ধায় আদিবাসী পল্লী থেকে উচ্ছেদ হওয়া ৩ শতাধিক মানুষ

প্রকাশিত : ১৩:৫২, ১১ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৩:৫২, ১১ নভেম্বর ২০১৬

শীত আর খাবারের অভাবে মানবেতর দিন কাটাচ্ছে গাইবান্ধায় আদিবাসী পল্লী থেকে উচ্ছেদ হওয়া সাঁওতাল পরিবারের শিশুসহ তিন শতাধিক মানুষ। বাড়ীঘরে আগুন ধরিয়ে দেয়ার পর, পালিয়ে যাওয়া মানুষগুলো বসে আছে সাহায্যের আশায়। প্রশাসন বলছে, পরিচয়পত্র না থাকায় সাহায্য করা যাচ্ছে না তাদের। ওই ঘটনায় তিনজনের মৃত্যু হলেও, কোন মামলা হয়নি। চোখের সামনে পুড়িয়ে দেয়া হয়েছে বাড়ীঘর, ছাই হয়ে গেছে সহায় সম্বল। শুধু প্রাণ নিয়ে পালিয়ে আসা গাইবান্ধার গোবিন্দগঞ্জের এ’সব আদিবাসীর ঠাঁই হয়েছে মাদারীপাড়া গির্জার মাঠে। নেই খাবারের ব্যবস্থা। সেই সাথে কষ্ট বাড়িয়েছে উত্তরের হিমেল হাওয়া। শিশুদের অবস্থা আরো নাজুক। আদিবাসী পল্লীর মাদারীপাড়া ও জয়পুর গ্রামের আশ্রয়হীন এ’সব মানুষের চোখেমুখে এখন কেবলই হতাশা। কর্মহীন হয়ে পড়ায় বসে আছে সাহায্যের আশায়। প্রশাসন বলছে, জাতীয় পরিচয়পত্র না থাকায় সহায়তা দেয়া যাচ্ছে না তাদের। গত রোববার আখ কাটা নিয়ে আদিবাসী ও চিনিকল শ্রমিক-পুলিশ সংঘর্ষে তিন সাঁওতাল আদিবাসীর মৃত্যু হয়। পুড়িয়ে দেয়া হয় আদিবাসীদের ৫ শতাধিক ঘরবাড়ি।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি