বিদেশে ব্যবসার প্রসার ঘটিয়েছেন বাংলাদেশি নারী উদ্যোক্তা গুলশান আরা
প্রকাশিত : ১৩:৪৯, ১১ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৩:৪৯, ১১ নভেম্বর ২০১৬
বিদেশে ব্যবসার প্রসার ঘটিয়ে সফলতার দৃষ্টান্ত স্থাপন করেছেন বাংলাদেশি নারী উদ্যোক্তা গুলশান আরা। স্বদেশি ও উপমহাদেশিয় ফ্যাশন-বুটিক্ধসঢ়;সের পোষাক আর সাজ-সজ্জার নানা উপকরণ নিয়ে আমিরাতে গড়ে তুলেছেন ১১টি প্রতিষ্ঠান। দেশীয় পণ্যের ভালো চাহিদা রয়েছে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে। সেখানে ভাল চাহিদা রয়েছে, বলছেন প্রবাসী এ উদ্যোক্তা। তাই এগিয়ে যেতে চান আরো সামনে।
একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার কাজ নিয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পাড়ি জমান পিরোজপুরের গুলশান আরা। আগে থেকেই ফ্যাশন ডিজাইনিংয়ে আগ্রহ ছিল তার। এক সময় নিজেই উদ্যোগ নেন তৈরি পোষাক, প্রসাধনী সামগ্রীসহ নানান পন্য বাজারজাতের।
২০১১ সালে ৫০ হাজার দেরহাম নিয়ে স্টুডিও এস ব্রান্ড নামে যাত্রা শুরু। পরে তা ব্র্যান্ডিং করেন ‘আইদিন বুটিকস’ নামে। হয়ে ওঠেন সফল উদ্যোক্তা। আরব আমিরাতের বিভিন্ন অঞ্চলে গড়ে তুলেন ১১টি শাখা।
তার ফ্যাশন হাউসের বেশির ভাগ পন্যই আসে বাংলাদেশ থেকে। নিত্যনতুন পণ্যের বাহারী সমারহে ‘আইদিন বুটিকস’ বেশ জনপ্রিয়।
প্রবাসী এই উদ্যোক্তা তৈরি করেছে কর্মসংস্থানও। গুলশান আরা মনে করে, সুনির্দিষ্ট লক্ষ্য আর মেধায় অনেক নারীই হতে পারেন সফল উদ্যোক্তা।
আরও পড়ুন