ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

এশিয়া কাপের স্বপ্নের ফাইনালে আগামীকাল ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

প্রকাশিত : ১৯:১২, ৫ মার্চ ২০১৬ | আপডেট: ১৯:১২, ৫ মার্চ ২০১৬

এশিয়া কাপের স্বপ্নের ফাইনালে কাল ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। লড়াইটা হবে র‌্যাঙ্কিংয়ের এক নম্বর ও দশ নম্বর দলের মধ্যে । র‌্যাঙ্কিং, শক্তিমত্তা সবকিছুর বিচারে ভারত এগিয়ে থাকলেও শেষ বল পর্যন্ত লড়াই করে জয় ছিনিয়ে নিতে চায় মাশরাফি বাহিনী। নিজেদের মাটিতে প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশ কতটা ভয়ঙ্কর হতে পারে সেটি অজানা নয় ভারতেরও। সর্বশক্তি দিয়ে বাংলাদেশকে হারানোই তাদের লক্ষ্য। দু দলের এই মহারণটি শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায়। যেই দু দলের লড়াই দিয়ে শুরু হয়েছিল এবারের এশিয়া কাপ, সেই দু দলের ক্রিকেট যুদ্ধ দিয়েই পর্দা নামছে এবারের আসরের । প্রথম লড়াইটা জিতেছিল ভারতই । এবার সেই হারের প্রতিশোধ নেবার পালা বাংলাদেশের সামনে । সাথে ২০১২ সালের শিরোপার কাছাকাছি যেয়েও তাকে না ছুতে পারার আক্ষেপ তো রয়েছেই টাইগারদের। তবে কাজটা যে কতটা কঠিন, সেটা ভালো করেই জানা টাইগার অধিনায়ক মাশরাফির । ভারতের প্রথম সারির ৬ ব্যাটসম্যানের যে কেউই যে কোন মুহুর্তে ম্যাচের ভাগ্য লিখে দিতে পারেন । তাই বাংলাদেশ অধিনায়কের চিন্তায় শুধু ভারতীয় ব্যাটসম্যানদের আটকানোর পরিকল্পনা । বোলিং এর সময় প্রথম ৬ ওভার ও শেষ চারভারকেই টার্নি পয়েন্ট মনে করছেন মাশরাফি । এরকম বিগ ম্যাচে মোস্তাফিজের অভাব বোধ করলেও বাকি যারা আছেন তাদের নিয়েই লড়াই করার জন্য প্রস্তুুত টাইগার দলপতি । এ ম্যাচে নিজেদেরকে ফেভারিট মানলেও বাংলাদেশকে কোনভাবেই হালকা করে দেখার সুযোগ নেই বলে মত ভারতের টিম ম্যানেজার রবি শাস্্িরর । এবারের আসরে এখন পর্যন্ত অপরাজিত দল ভারত । তবে এ নিয়ে কোনভাবেই আতœতুষ্টিতে ভুগছে না সফরকারীরা। অপরাজিত থাকার অহংকারটা শেষ ম্যাচেও বজায় রেখে শিরোপা জিতেই দেশে ফিরতে চায় ধোনি বাহিনী । প্রথম ম্যাচে বাংলাদেশকে হারালেও ফাইনালে প্রতিপক্ষ বাংলাদেশকে নিয়ে একটু বেশিই সতর্ক ভারত । কারন হিসেবে রবি শাস্ত্রি দাড় করিয়েছেন বাকি তিন ম্যাচে বাংলাদেশের পারফম্যান্স সাথে বাংলাদেশের হোম গ্রাউন্ডের সুবিধা তো রয়েছেই । পুরো দেশবাসির সাথে দলের ক্রিকেটাররাও যে শিরোপা জয়ের আবেগে ভাসছেন সে বিষয়ে কোন সন্দেহ নেই । তবে সেই আবেগকে নিয়ন্ত্রণ করে খেলাটাই হবে মুল চ্যালেঞ্জ। কেননা মাশরাফিদের হাতে শিরোপাটাই প্রত্যাশা বাংলাদেশের ১৬ কোটি মানুষের।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি