ঢাকা, শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪

সবজির সরবরাহ বাড়লেও কমেনি দাম, বেড়েছে মুরগির দাম

প্রকাশিত : ১৫:৪৩, ১১ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৫:৪৩, ১১ নভেম্বর ২০১৬

চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে শীতের সবজির সরবরাহ বাড়লেও কমেনি দাম। বরং গত সপ্তাহের তুলনায় আরো বেড়েছে। বেড়েছে ব্রয়লার ও দেশী মুরগির দামও। স্থিতিশীল  গরু ও খাসির মাংশের দর। তবে, ইলিশ ও সামুদ্রিক মাছের যোগান প্রচুর। দামও কম। তবে ক্রেতার সংখ্যা কম। নিত্য পন্যের দাম স্থিতিশীল রাখতে সরকারের নানা উদ্যোগ তেমন কোন কাজে আসছেনা।  নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে শীতকালীন সবজির সরবরাহ প্রচুর। তবে এক সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি দাম বেড়েছে গড়ে ১০ টাকা। ফুলকপি, বাঁধাকপি, টমেটো, মুলা, শিমসহ বিভিন্ন ধরণের সবজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১২০ টাকা কেজি দরে। দাম বাড়ার কারণ বৃষ্টি-এমন দাবি বিক্রেতাদের। দেশি মুরগি কেজিতে ৩০ টাকা বেড়ে হয়েছে ৩৫০ টাকা। ব্রয়লার বিক্রি হচ্ছে ১৪০ টাকা কেজি দরে। গরুর মাংশের কেজি ৪শ থেকে ৫শ টাকা। আর খাসির মাংশ বিক্রি হচ্ছে ৬২০  থেকে ৬৫০ টাকা কেজি দরে। সামুদ্রিকসহ সব ধরণের মাছের দাম কমে গেছে বলে দাবি বিক্রেতাদের। তবে ক্রেতারা বলছেন, প্রায় সব নিত্য পন্যের মূল্যই উর্দ্ধমুখী।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি