মংলা সমুদ্র বন্দর থেকে ১২০ নটিক্যাল মাইল দূরে সাগরে জেগে ওঠা ভূখন্ড দ্বীপের নাম 'বঙ্গবন্ধু দ্বীপ'
প্রকাশিত : ১২:০২, ১২ নভেম্বর ২০১৬ | আপডেট: ১২:০২, ১২ নভেম্বর ২০১৬
মংলা সমুদ্র বন্দর থেকে ১২০ নটিক্যাল মাইল দূরে সাগরে জেগে ওঠা ভূখন্ড বঙ্গবন্ধু দ্বীপ। এর সৈকতে বসে দেখা যায় সূর্যোদয় ও সূর্যাস্ত। ১৮ বছর আগে এক ব্যক্তি এই চরে বঙ্গবন্ধুর নাম দিয়ে একটি সাইনবোর্ড লাগিয়ে দেয়; আর সে থেকেই এটির নাম হয়ে যায় বঙ্গবন্ধু দ্বীপ।
দেড় যুগ আগে প্রকৃতির নিয়মে জেগে ওঠে এই দ্বীপ। যার নাম দেয়া হয় বঙ্গবন্ধু আইল্যান্ড।
বিশাল আয়তনের এই দ্বীপটির এখনো কোন জরিপ হয়নি। তবে জেলেদের দাবী বঙ্গবন্ধু আইল্যান্ড প্রায় ১০ কিলোমিটার লম্বা ও পূর্ব-পশ্চিমে ৮ কিলোমিটার প্রশস্ত। দ্বীপে প্রাকৃতিক ভাবে জন্মাতে শুরু করেছে ম্যানগ্রোভ উদ্ভিদ সুন্দরী, কেওড়া, গেওয়া, পশুর, গরানসহ নানা লতাগুল্ম ও অর্কিড। এই আইল্যান্ডের চার পাশে পাখির ডাক, সৈকতে আছড়ে পড়া সমুদ্রের ঢেউ দেখে মুগ্ধ হয় মন।
বঙ্গবন্ধু দ্বীপটি দুবলারচর ও হিরন পয়েন্ট এর মাঝামাঝি জায়গায় অবস্থিত। নিরাপত্তার জন্য এরইমধ্যে এই চরে কোষ্টগার্ডের একটি বেজ স্থাপনের প্রক্রিয়া চলছে।
উদ্যোগ নিলে এই দ্বীপটি জলদস্যু, চোরাচালান প্রতিরোধ ও সমুদ্র নিরাপত্তায় রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলে জানায় কোষ্টগার্ড।
সুযোগ সুবিধা নিশ্চিত করা গেলে বঙ্গবন্ধু আইল্যান্ড হতে পারে পর্যটনের অপার সম্ভাবনাময় একটি স্থান।
আরও পড়ুন