জনস্বার্থ ও সুন্দরবনবিরোধী অপ্রচার বন্ধ করার দাবি
প্রকাশিত : ১৮:৩১, ১২ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৮:৩১, ১২ নভেম্বর ২০১৬
জনস্বার্থ ও সুন্দরবনবিরোধী অপ্রচার বন্ধ করার দাবি জানিয়েছে ‘সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি’।
শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে সুন্দরবন রক্ষা বিষয়ক আলোচনা সভায় কমিটির আহ্বায়ক সুলতানা কামাল বলেন, সুন্দরবন প্রশ্নে বাংলাদেশ সরকারের অবস্থান আর জলবায়ু প্রশ্নে অবস্থান পরস্পর বিরোধী। জলবায়ু পরিবর্তনের সংকট মোকাবিলায় সুন্দরবনকে অক্ষত রাখার দাবিও জানান সুলতানা কামাল। তিনি আরো বলেন, জনগণের ট্যাক্সের টাকায় যে প্রচারিত বিজ্ঞাপন তা বিভ্রান্তিকর ও প্রতারণামূলক।
আরও পড়ুন