সব আর্থিক প্রতিষ্ঠান পাশে দাড়ালে গরীব ও মেধাবী শিক্ষার্থীরা আরো উপকৃত হবে
প্রকাশিত : ১৮:৩১, ১২ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৮:৩১, ১২ নভেম্বর ২০১৬
সব আর্থিক প্রতিষ্ঠান গরীব ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ালে দেশ আরো উপকৃত হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
শনিবার সকালে রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে প্রাইম ব্যাংক ফাউন্ডেশন আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে এ মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। ২০০৭ সাল থেকে শিক্ষা সহায়তা কর্মসূচির আওতায় ২ হাজার ৭শ’ ৮৯ জন শিক্ষার্থীকে আর্থিক সহায়তা দেয়া হয়েছে বলে, এ’সময় জানান ব্যাংকের চেয়ারম্যান আজম জে চৌধুরী। অনুষ্ঠানে অন্যদের উপস্থিত ছিলেন বাংলাদেশের গভর্ণর ফজলে কবির।
আরও পড়ুন