ঢাকা, শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪

প্যারিসে সন্ত্রাসী হামলার ১ বছর পূর্ণ হলো আজ

প্রকাশিত : ১২:০১, ১৩ নভেম্বর ২০১৬ | আপডেট: ১২:০১, ১৩ নভেম্বর ২০১৬

ফ্রান্সের প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলার এক বছর পূর্ণ হলো আজ। শোক আর শ্রদ্ধায় নিহতদের স্মরণ করছে পুরো জাতি। কড়া নিরাপত্তার মধ্যে এক বছর পর আবারও খুলে দেয়া হয়েছে প্যারিসের ব্যাটাক্লান কনসার্ট হল। নতুন করে সাজানো এ হলে সন্ত্রাসী হামলার চিহ্ন নেই, তবে প্যারিসবাসীর মনে এখনও রয়ে গেছে প্রিয়জন হারানোর কষ্ট। শুরুতেই নিহতের স্মরণে নিরবতা পালন করা হয়। এরপর বৃটিশ কিংবদন্তী পপ তারকা স্টিং তার গানের মধ্য দিয়ে স্মরণ করেন ভয়াবহ হামলার স্মৃতি। গেল বছরের এই দিনে প্যারিসের স্টেডিয়াম, বারসহ বিভিন্ন স্থানে সন্ত্রাসী হামলায় প্রাণ হারায় ১৩০ জন। এরমধ্যে ব্যাটাক্লান কনসার্ট হলেই নিহত হয় ৯০ জন।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি