দিনাজপুরে অজানা বন্যপ্রাণীর আক্রমনে অন্তত ২১ জন আহত
প্রকাশিত : ১০:০৮, ১৪ নভেম্বর ২০১৬ | আপডেট: ১০:০৮, ১৪ নভেম্বর ২০১৬
দিনাজপুর সদর উপজেলার কয়েকটি গ্রামে অজানা বন্যপ্রাণীর আক্রমনে অন্তত ২১ জন আহত হয়েছে। কেউ বলছে, এটি মেছো বাঘ, কেউ বলছে নেকড়ে। কারো কারো মতে বাঘডাস কিংবা শেয়াল। বন বিভাগও নিশ্চিয় নয় জন্তুটির পরিচয় সম্পর্কে। এতে চরম আতংকে রয়েছে এলাকাবাসী। স্কুলে যাওয়া বন্ধ শিক্ষার্থীদের। কাজে যাচ্ছেনা কৃষিজীবীরা। রাত জেগে পাহারা দিচ্ছে গ্রামবাসী।
দিনাজপুর সদর উপজেলার করিমুল্লাপুর গ্রামের শাহপাড়া, সরকারপাড়া, গোরস্থান মোড়, সিকদারহাটের হাজীপাড়া এলাকায় দুই সপ্তাহ আগে জানা যায় অজ্ঞাত প্রানীটির উপস্থিতি।
প্রাণীটি কি? তা নিয়ে রয়েছে ভিন্ন ভিন্ন মত। গ্রামবাসীরা বলছে, হঠাৎ আক্রমন করে পালিয়ে যায় জন্তুটি।
আতংকে ক্ষেত-খামারে কাজ প্রায় বন্ধ। ভয়ে শিশুদেরও পাঠানো হচ্ছেনা স্কুলে। দল বেধে দিচ্ছে পাহারা।
হিংস্র প্রাণীর উপস্থিতি এবং আক্রমনের সত্যতা নিশ্চিত করে বন বিভাগ বলছে, জন্তুটিকে ধরতে বিভিন্ন স্থানে ফাঁদ পাতা হয়েছে।
আতংক থেকে রেহায় পেতে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে গ্রামগুলোর বাসিন্দারা।
আরও পড়ুন