আজই শেষ হচ্ছে কঠিন চীবর দান উৎসব
প্রকাশিত : ১৮:০৫, ১৪ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৮:০৫, ১৪ নভেম্বর ২০১৬
কার্তিক পূর্ণিমা উদযাপনের মধ্যে দিয়ে আজই শেষ হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মাসব্যাপী কঠিন চীবর দান উৎসবের।
বিপুল উৎসাহ উদ্দীপনায় বৌদ্ধ ধর্মালম্বীরা মাসব্যাপী এ উৎসব পালন করেন। এ উপলক্ষ্যে বিভিন্ন বৌদ্ধ বিহারগুলোতে পুজা, ভিক্ষুদের পিন্ডদান, সংঘদান, কল্পতরু দান, আকাশ প্রদীপ দানের আয়োজন করা হয়। ভিক্ষুদের তিন মাস বর্ষা ব্রত পালনের পর প্রবারনা পূণির্মা থেকে কার্তিক পূর্ণিমা পর্যন্ত একমাস চলে এই উৎসব। খাগড়াছড়ির আলোক নবগ্রহ ধাতুচৈত্য বৌদ্ধ বিহারে চীবর দানের মধ্যে দিয়ে শেষ হচ্ছে এ বছরের উৎসব।
আরও পড়ুন