ঢাকা, শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪

মিয়ানমারে সেনাদের গুলিতে নিহত ২৫

প্রকাশিত : ১৮:৪৩, ১৪ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৮:৪৩, ১৪ নভেম্বর ২০১৬

মিয়ানমারে রাখাইন রাজ্যে সেনাদের গুলিতে ২৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। সশস্ত্র জঙ্গি দমনে এ অভিযান চালানো হয়েছে বলে জানায় সেনারা। নিহতদের কাছে রামদাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ছিলো বলে দাবি করেছে তারা। শনিবার রোহিঙ্গা গ্রামগুলোতে হেলিকপ্টার নিয়ে অভিযান চালায় সেনাবাহিনী। এর আগে সেনাবাহিনীর ওপর চোরাগোপ্তা হামলায় দুই সেনা নিহত হয়।  সেনাবাহিনীর পাল্টা হামলায় ছয় হামলাকারীও নিহত হয়। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, আন্তর্জাতিক সহায়তা পেতে রোহিঙ্গারা নিজেদের বাড়িতে আগুন ধরিয়ে দিচ্ছে। সংবাদমাধ্যম বিবিসি বলছে, রাখাইন রাজ্যে স্বাধীন গণমাধ্যমের কোনো প্রবেশাধিকার না থাকায় সরকারি হিসাবগুলোর ওপর সন্দেহ রয়েছে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি