মৌলভীবাজারের ৩ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের প্রতিবেদন
প্রকাশিত : ১৮:৪২, ১৪ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৮:৪৩, ১৪ নভেম্বর ২০১৬
একাত্তরের যুদ্ধাপরাধের মামলায় মৌলভীবাজার বড়লেখার তিন জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের চুড়ান্ত প্রতিবেদন তৈরি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
সংস্থাটির ধানমন্ডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয় আসামি আব্দুল আজিজ, মো. আব্দুল মতিন ও মো. আব্দুল মান্নানের বিরুদ্ধে অপহরণ, নির্যাতন, লুট, অগ্নিসংযোগ, ধর্ষণ, হত্যা ও গণহত্যার সাথে জড়িত থাকার পাঁচ ঘটনায় তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। একাত্তরে তারা ছাত্রলীগের সাথে জড়িত হয়ে মুক্তিযুদ্ধের ট্রেনিং নিলেও পরবর্তীতে রাজকার বাহিনীতে যোগ দেয়। বর্তমানে তারা বিএনপি ও জামাতের রাজনীতির সাথে জড়িত রয়েছে। এরমাধ্যে আব্দুল আজিজ ও আব্দুল মান্নান গ্রেফতার রয়েছে তবে আব্দুল মতিন পলাতক রয়েছে। ২০১৪ সালের ১৬ই অক্টোবর এ মামলার তদন্ত শুরু করে ৪০ জনের জবানবন্দি শুনে ৮৯ পৃষ্ঠার নথি সংগ্রহ করে চার ভলিউমে ২৫০ পৃষ্ঠার এই তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করা হয়। প্রসিকিউশনের পক্ষে এ মামলায় মোট ২৯ জনকে সাক্ষী করা হয়েছে। বলে হান্নান খান জানান।
আরও পড়ুন