ঢাকা, শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪

৩০ লাখ অবৈধ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়া করার ঘোষণা দিয়েছেন ট্রাম্প

প্রকাশিত : ১৮:৩৩, ১৪ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৮:৩৩, ১৪ নভেম্বর ২০১৬

৩০ লাখ অবৈধ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়া করার ঘোষণা দিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাতকারে একথা বলেন তিনি। হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে রিপাবলিকান ন্যাশনাল কমিটির সভাপতি রাইনস প্রিবাসের নাম ঘোষণা করেন ট্রাম্প। এদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দুই দেশের সম্পর্ক উন্নয়নে ট্রাম্পকে সহযোগীতা করার আশ্বাস দিয়েছেন। নির্বাচনী প্রচারণা জুড়েই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথা বলে আসছিলেন ডোনাল্ড ট্রাম্প। এবার সেটিই বাস্তবায়ন করতে চলছেন। সিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাতকারে ২০ থেকে ৩০ লাখ অবৈধ অভিবাসীকে দেশ থেকে তাড়িয়ে দেয়ার কথা বললেন নবনির্বাচিত এ প্রেসিডেন্ট। অবৈধ অভিবাসীদের ঠেকাতে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের কথাও বলেছিলেন ট্রাম্প। সেই সিদ্ধান্তেও অটল তিনি। দেয়ালের পাশাপাশি কিছু অংশে বেড়া দেয়ার কথাও জানালেন এবার। একই সাক্ষাতকারে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে রিপাবলিকান ন্যাশনাল কমিটির সভাপতি রাইনস প্রিবাসের নাম ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি নিজের প্রধান কৌশলগত উপদেষ্টা হিসেবে রক্ষণশীলপন্থী ব্রাইতবার্ত নিউজ নেটওয়ার্কের প্রধান নির্বাহী স্টিভেন বেননকে নেয়া হচ্ছে বলে জানান। এদিকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে ট্রাম্পবিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে। তবে তাকে নিয়ে আতঙ্কে না থাকার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান ট্রাম্প। এদিকে টেলিফোনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দুই দেশের সম্পর্ক উন্নয়নে ট্রাম্পকে সহযোগীতা করার আশ্বাস দেন। একই কথা পুর্নব্যক্ত করেন ট্রাম্পও। শিগগিরই এই দুই দেশের প্রেসিডেন্ট দেখা করবেন বলে জানিয়েছে চীনের সংবাদমাধ্যগুলো।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি