ঢাকা দক্ষিণ সিটির যত্রতত্র আবর্জনার স্তুপ
প্রকাশিত : ১২:৪৯, ১৫ নভেম্বর ২০১৬ | আপডেট: ১২:৪৯, ১৫ নভেম্বর ২০১৬
ঢাকা দক্ষিণ সিটির ৪২ ও ৪৩ নম্বর ওয়ার্ডের যত্রতত্র আবর্জনার স্তুপ। এমনকি বাহাদুর শাহ পার্কের চারপাশেও বর্জ্যের গাদা। পাশেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বেশ কতগুলো শিক্ষা প্রতিষ্টান। রয়েছে মসজিদও। ওয়ার্ড কাউন্সিলার জানালেন, আবর্জনা অপসারণের নানা উদ্যোগের কথা।
পুরান ঢাকার অক্সিজেন ব্যাংকের একটি বাহাদুর শাহ পার্ক। সকালে অল্পস্বল্প হলেও বিকেলে মানুষের ঢল ছোট্ট এই পার্কটিতে। কেউ আসেন হাঁটতে, কেউবা মুক্ত বাতাসের পরশ পেতে। কিন্তু চারপাশে আবর্জনা ভাগাড় তাতে দিচ্ছে বাগড়া।
শুধু বাহাদুর শাহ পার্কটিই নয়, ৪২ আর ৪৩ নম্বর ওয়ার্ডের যত্রতত্রই ছড়িয়ে আছে আবর্জনা। মসজিদ কিংবা শিক্ষা প্রতিষ্ঠানের সামনে রাখা ডাস্টবিন থেকে ছড়াছে বিকট দুর্গন্ধ।
এসব নিয়ে ক্ষোভ জানিয়েছেন খোদ সংসদ সদস্যও।
আর্জনার স্তুপ আর দুর্গন্ধের কারণে নানান রোগে আক্রান্ত হচ্ছে আশপাশের মানুষ।
আরও পড়ুন