আইন সংশোধন করে নির্বাচন কমিশন গঠনের পরামর্শ বিশ্লেষকদের
প্রকাশিত : ১২:৪৬, ১৫ নভেম্বর ২০১৬ | আপডেট: ১২:৪৬, ১৫ নভেম্বর ২০১৬
আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আইন সংশোধন করে নির্বাচন কমিশন গঠনের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। পাশাপাশি আগের প্রথা থেকে বের হয়ে ভিন্ন পেশার কাউকে গুরুত্বপূর্ণ এই দায়িত্বে আনা যেতে পারে বলেও মত তাদের। আগামী বছরের ফেব্র“য়ারিতে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদপূর্তির পর নতুন কমিশন গঠন বিষয়ে এ’সব পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা।
দেশের সংবিধানের ১১৮ অনুচ্ছেদ এর আওতায় ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ নির্বাচন কমিশন। প্রথম প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পান বিচারপতি মোহাম্মদ ইদ্রিস।
এরপর গেলো চার দশকে নির্বাচন কমিশনে ১১ জন প্রধান নির্বাচন কমিশনার এসেছেন, তাদের সঙ্গী হয়েছেন ২৩ জন কমিশনার।
নির্বাচন কমিশনের দীর্ঘ পথচলার ইতিহাসে সাংবিধানিক এই প্রতিষ্ঠানটির নিরপেক্ষতা নিয়ে মাঝেমধ্যেই প্রশ্ন তুলেছে রাজনৈতিক দলগুলো। কখনো কখনো ঘটেছে নির্বাচন বর্জনের ঘটনাও।
এদিকে, ২০১৭ সালের ফেব্র“য়ারিতে কাজী রকিবউদ্দিন আহমদের নেতৃত্বাধীন বর্তমান কমিশনের মেয়াদ শেষ হবে। পরবর্তী কমিশন গঠনের ক্ষেত্রে আইন সংশোধন করে কমিশনার পদে নিয়োগের যোগ্যতা নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন এই বিশেষজ্ঞ।
কমিশন গঠনে আগের পেশাগত বৃত্ত থেকে বের হয়ে ভিন্ন পেশার কাউকে কমিশনার পদে নিয়োগ দেয়ার কথা বললেন এই গবেষক।
গ্রহনযোগ্য নির্বাচন কমিশন নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনারও পরামর্শ দিয়েছেন তারা।
আরও পড়ুন