ডোনাল্ড ট্রাস্পকে পুতিনের অভিন্দন
প্রকাশিত : ১৩:০৯, ১৫ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৩:০৯, ১৫ নভেম্বর ২০১৬
ডোনাল্ড ট্রাস্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় তাকে টেলিফোনে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দুই দেশের সম্পর্ক উন্নয়নে কাজ করতে একমত হয়েছেন তারা। এদিকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে এখনো চলছে ট্রাম্প বিরোধী বিক্ষোভ। আর ট্রাম্পের অভিবাসন নীতি সমালোচনা করেছেন বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা।
নির্বাচনী প্রচারনা চালানোর সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভাদিমির পুতিনের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন ডোনাল্ড ট্রাম্প। এমনকি নেতা হিসেবে ওবামার চেয়ে পুতিনকে এগিয়ে রেখেছিলেন তিনি। আর যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফলের পর ওয়াশিংটন-মস্কো সম্পর্ক উন্নয়নেরই আভাস মিলছে।
এতে নতুন মাত্রা যোগ করলো ট্রাম্প-পুতিনের টেলিফোন আলাপ। মার্কিন প্রেসিডেন্সিয়াল ট্রানজিশনাল টিমের বিবৃতিতে জানানো হয়েছে, ট্রাম্পকে অভিনন্দন জানাতে তাকে টেলিফোন করেন রাশিয়ার প্রেসিডেন্ট।
সোমবার ওই ফোনালাপে ওয়াশিংটন-মস্কো সম্পর্ক স্বাভাবিক করার ব্যাপারে একমত হন তাঁরা। আন্তর্জাতিক সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করতেও একসাথে কাজ করার অশাবাদ জানান দুই নেতা।
পুতিন আশাপ্রকাশ করেন ট্রাম্প তার নির্বাচনি কর্মসূচি বাস্তবায়নে সফল হবেন। তিনি বলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরো উন্নত হবে।
ট্রাম্পও রাশিয়ার সরকার ও দেশটির জনগণের সঙ্গে শক্তিশালী সম্পর্ক গড়ার জন্য কাজ করার অঙ্গীকার করেন।
এদিকে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ট্রাম্পের অভিবাসন নীতির সমালোচনা করেছেন। ট্রাম্প ৩০ লাখ অবৈধ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়া করার ঘোষণা দেয়ার পর ওবামা বলেছেন, বৈধ অভিবাসীরা যুক্তরাষ্ট্রের জন্য আশির্বাদ।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে ট্রাম্পবিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে।
আরও পড়ুন