বর্ণাঢ্য আয়োজনে নবান্ন উৎসব উদযাপন
প্রকাশিত : ১৪:০৫, ১৫ নভেম্বর ২০১৬ | আপডেট: ২০:০২, ২০ নভেম্বর ২০১৬
বাঙ্গালীর প্রাণের নবান্ন উৎসব, উদযাপিত হচ্ছেন বর্ণাঢ্য আয়োজনে। গ্রাম-বাংলায় নতুন ফসল ঘরে তোলার আনন্দ শহরের নাগরিক জীবনেও। মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের বকুল তলায় আয়োজন করা হয় নবান্ন উৎসবের। মঙ্গলবার রাত ৮ পর্যন্ত চলবে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা। উৎসবে আগত সবার কণ্ঠেই ছিল অসাম্প্রদায়িক দেশ গড়ার প্রত্যয়।
নতুন ফসল আসছে বাংলার ঘরে ঘরে। গ্রামের নবান্ন উৎসবের হাওয়া ইট-কাঠের নগরীতেও। নেচে গেয়ে আনন্দ ভাগাভাগি। সাথে আছে পিঠা, পুলি, মুরি, মোয়া, খই।
ঐতিহ্যের টানে দিনের প্রথম প্রহর থেকেই চারুকলার বকুল তলায় সববয়সী মানুষের সমাগম।
বাবা মায়ের হাত ধরে অনুষ্ঠানে আসে ছোট্ট শিশুরাও।
উৎসবের উদ্বোধন করে অর্থমন্ত্রী আবুল মাল আবুল মুহিত বলেন, অসাম্প্রদায়িক দেশ গড়তে হলে বাঙ্গালি ঐতিহ্য লালনের বিকল্প নেই।
পহেলা অগ্রহায়নকে জাতীয় নবান্ন উৎসব দিবস ও সরকারী ছুটি ঘোষণার দাবি করেন আয়োজকরা। ভবিষ্যতে আরো বড় পরিসরে উৎসব পালন করা হবে বলেও জানান তারা। পরে বের হয় বর্ণাঢ্য র্যালী।
আরও পড়ুন