সূচক বেড়েছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে
প্রকাশিত : ১৮:০৪, ১৫ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৮:০৪, ১৫ নভেম্বর ২০১৬
সূচক বেড়েছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে। একইসঙ্গে বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের দর। তবে লেনদেনে ছিল মিশ্র প্রবণতা।
মঙ্গলবার ডিএসইতে লেনদেন হওয়া ৩১৯টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৬৭টির, কমেছে ১১০টির, আর ৪২টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের বাজারমূল্য ছিল ৬৪৬ কোটি ৫৬ লাখ টাকা। আর ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স ১৯ পয়েন্ট বেড়ে উঠে আসে ৪ হাজার ৬৬৪ পয়েন্টে। অন্যদিকে, সূচক বেড়েছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া ২৪২টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১১৬টির, কমেছে ৯২টির, আর ৩৪টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। আর মোট লেনদেন হয়েছে ৪০ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।
আরও পড়ুন