ধামরাইয়ে একমি ল্যাবরেটরিজের ওষুধ কারখানায় অগ্নিকান্ড
প্রকাশিত : ০৯:৩৭, ১৬ নভেম্বর ২০১৬ | আপডেট: ০৯:৩৭, ১৬ নভেম্বর ২০১৬
ধামরাইয়ে একমি ল্যাবরেটরিজের ওষুধ কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তিন ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
গেলো রাত সাড়ে নয়টার দিকে ধামরাইয়ের ঢুলিভিটা বাসস্ট্যান্ড এলাকায় অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। ধামারাই ফায়ার স্টেশনের ওয়ার হাউজ ইনেসপেক্টর রবিউল আলম জানান, রাত সাড়ে নয়টার দিকে হঠাৎ ছয়তলা ভবনটির ২য় তলায় আগুন দেখতে পান কর্মরত শ্রমিকরা। এসময় তাড়াহুড়া করে বের হতে গিয়ে ও আগুন নেভাতে গিয়ে আহত হন কারখানার ৩০ শ্রমিক। পরে অগ্নিকান্ডের খবরে ধামরাই ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে আগুন। এদিকে সংবাদকর্মীরা ঘটনাস্থলে গেলেও তাদেরকে কারখানার ভেতরে প্রবেশ করতে দেয়নি কর্তৃপক্ষ। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কেও কিছু বলতে রাজী হয়নি।
আরও পড়ুন