লক্ষ্মীপুরের কৃষক শামছুল হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড
প্রকাশিত : ১৭:১৮, ১৬ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৭:১৮, ১৬ নভেম্বর ২০১৬
লক্ষ্মীপুরের লাহারকান্দির তালহাটি গ্রামের কৃষক শামছুল হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসাথে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের সাজার রায় দেয়া হয়।
মঙ্গলবার বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সাইদুর রহমান গাজী এ রায় দেন। দন্ডপাপ্তরা হলেন, জয়নাল আবেদীন ও আবুল বাশার। এ মামলার অপর ২ আসামি সিদ্দিক ও পারুলকে খালাস দিয়েছেন আদালত। জমিসংক্রান্ত বিরোধের জেরে ১৯৯৬ সালে শামছুলকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই ৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। ৫ আসামির মধ্যে একজন মারা গেছে।
আরও পড়ুন