রাজধানীতে নিজ বাড়ি থেকে ধনাঢ্য বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
প্রকাশিত : ১০:০৫, ১৭ নভেম্বর ২০১৬ | আপডেট: ১০:০৫, ১৭ নভেম্বর ২০১৬
রাজধানীর মিরপুর পল্লবীতে নিজ বাড়ি থেকে ধনাঢ্য বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার রাত ১১টার দিকে তিনি রহস্যজনক ভাবে খুন হন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির দারোয়ানকে হেফাজতে নিয়েছে পুলিশ।
প্রয়াত মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা কর্মকর্তার স্ত্রী, ৫ সন্তানের জননী থাকতেন ছোট ছেলের সাথে, ৬ তলা নিজ বাড়ির তৃতীয় তলায়। মাত্র ৪ দিন আগে সন্তানের বাবা হওয়া পুত্র ও পুত্রবধু, খুনের এ ঘটনার সময় ছিলেন হাসপাতালে। বাড়ির বিশ্বস্ত দারোয়ান রাকিবুল হাসানকে সঙ্গে নিয়ে রাতের খাবার খেয়ে ঘুমাতে যান ৭৫ বছর বয়সী শরীফুন্নেছা। আধ ঘন্টার ব্যবধানেই হয়ে গেলেন লাশ।
খবর পেয়ে ছুটে এসে ঘরের মেঝেতে মায়ের রক্তাক্ত নিথর দেহ পড়ে থাকতে দেখে বাকরুদ্ধ সন্তানেরা।
কী কারনে খুন হলেন এই বৃদ্ধা? বলতে পারছেন না নিকট স্বজন-প্রতিবেশিরাও। চুরি-ডাকাতির কোন আলামতও ছিল না গোটা ফ্য¬াটে। শুধু পড়ে থাকতে দেখা গেছে একটা ফাইল।
শরিফুন্নেসা’র খুনের ঘটনায় সন্দেহের তীর খানিকটা দারোয়ান রাকিবুল হাসানের দিকে; পুলিশ হেফাজতে নেয়া হয়েছে তাকে।
রহস্যাবৃত এ খুনের ঘটনায় এখনো কোন মামলা দায়ের হয়নি।
আরও পড়ুন