বদিকে দেওয়া খালাসের রায়ের বিরুদ্ধে আপিল করেছে দুদক
প্রকাশিত : ১৪:৩৮, ১৭ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৪:৩৮, ১৭ নভেম্বর ২০১৬
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ থেকে কক্সবাজার-৪ আসনের আওয়ামী লীগের সাংসদ আবদুর রহমান বদিকে দেওয়া খালাসের রায়ের বিরুদ্ধে আপিল করেছে দুদক।
সকালে আপিলটি দায়ের করা হয় বলে জানান দুদকের আইনজীবী খুরশীদ আলম খান। আপিলে খালাসের রায় বাতিল চাওয়া হয়েছে। সাক্ষ্য-প্রমাণ থাকা সত্ত্বেও সাংসদ বদিকে খালাস দেওয়া আইনসম্মত হয়নি। দুদকের মামলায় ২ নভেম্বর সম্পদের তথ্য গোপনের দায়ে বদিকে তিন বছরের কারাদন্ড দেন বিচারিক আদালত। তাঁকে ১০ লাখ টাকা অর্থদন্ডাদেশও দেওয়া হয়। রায়ে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ থেকে তাঁকে খালাস দেওয়া হয়। সাজার রায়ের বিরুদ্ধে ১০ নভেম্বর হাইকোর্টে আপিল করেন বদি।
আরও পড়ুন