ঢাকা, শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪

ধান কেটে সাঁওতালদের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ

প্রকাশিত : ১৪:৪২, ১৭ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৪:৪২, ১৭ নভেম্বর ২০১৬

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের লাগানো ধান কেটে ঘরে তোলার সুযোগ অথবা চিনিকল কর্তৃপক্ষকে ধান কেটে সাঁওতালদের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে সাওঁতালদের নিরাপত্তা ও অধিবাসীদের নির্বিঘ্নে চলাফেরা নিশ্চিতে জেলা ও পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি ওবায়দুল হাসান ও কৃষ্ণা দেবনাথের বেঞ্চ এ আদেশ দেন। এছাড়া এ ঘটনায় দায়ের করা মামলার সংখ্যা, মামলার বাদীর তথ্য প্রতিবেদন আকারে আগামী ১০ দিনের মধ্যে হাইকোর্টে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৩০ নভেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত। তিনটি সংগঠন সাঁওতালদের পক্ষে হাইকোর্টে এই রিটটি দায়ের করেছিলেন। গত ৬ নভেম্বর গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় সাহেবগঞ্জ আখের খামার এলাকার সাঁওতাল পল্লী পুলিশের হামলায় তিনজন নিহত হয়। আহত হয় আরও অন্তত ৩০ জন।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি