রাজধানীতে ৫ জেএমবির সদস্য গ্রেপ্তার
প্রকাশিত : ১৪:৫৮, ১৭ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৪:৫৮, ১৭ নভেম্বর ২০১৬
রাজধানীর উত্তরা ও আদাবর মপঠভলভ পকপল নব্য জেএমবির ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। সংগঠনে আগ্নেয়াস্ত্র চালানোর প্রশিক্ষক ও বোমা বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করছিল জঙ্গিরা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ৮ অর্থদাতার বিষয়ে তথ্য দিয়েছে বলে জানিয়েছে র্যাব।
বুধবার রাতে উত্তরা ও আদাবরে র্যাবের পৃথক অভিযানে গ্রেপ্তার হয় এই জঙ্গিরা।
তাদের কাছ থেকে উদ্ধার হয় বোমা তৈরির কাচামাল, আগ্নেয়াস্ত্র ও গুলি।
গ্রেপ্তার জঙ্গিদের মধ্যে ৪ জন এক সময় নিষিদ্ধ আনসারউল্লাহ বাংলাটিমের সাথে জড়িত ছিল। আর নব্য জেএমবিতে সক্রিয় হওয়ার আগে আনসারউল্লাহ বাংলাটিমের কারাবন্দি নেতা জসিম উদ্দিন রাহমানিরও ঘনিষ্ট ছিল তারা।
পরে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গ্রেপ্তার জঙ্গিদের অনেকেই উচ্চ শিক্ষিত।
জঙ্গিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ৮ অর্থদাতার নাম প্রকাশ করেছে। আর ওই অর্থদাতারা বিভিন্ন সময়ে নব্য জেএমবি’র তহবিলে ২৮ লাখ টাকা জমা দিয়েছে বলেও প্রেস ব্রিফিংয়ে জানানো হয়।
গ্রেপ্তার জঙ্গিরা র্যাব-পুলিশের অভিযানে নিহত নব্য জেএমবি নেতা সারোয়ার ও তামিমের সহযোগি। তাদের জিজ্ঞাসাবাদে আরো গুরুত্বপূর্ণ তথ্য মিলবে বলেও আশা করছে র্যাব।
আরও পড়ুন