নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন ২২ ডিসেম্বর
প্রকাশিত : ১৩:৪৭, ১৮ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৩:৪৭, ১৮ নভেম্বর ২০১৬
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনের চূড়ান্ত প্রার্থীতা নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ তাকিয়ে আছে কেন্দ্রের দিকে। এরিমধ্যে মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় আনোয়ার হোসেনকে মেয়র প্রার্থী হিসেবে সমর্থন দেয়া হয়েছে। তবে বর্তমান মেয়র আইভি জানিয়েছেন, দলীয় মনোনয়ন পেলে নির্বাচনে প্রস্তুত তিনি।
২০১১ সালের পর এবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হবে ২২ ডিসেম্বর। প্রথমবারের মত দলীয় প্রতিকে নির্বাচন হবে। এবারের নির্বাচনে মোট ভোটার ৪ লাখ ৭৯ হাজার ৩শ’ ৯২জন। এর মধ্যে নতুন ভোটার প্রায় ৭৫ হাজার।
এরিমধ্যে স্থানীয় আওয়ামী লীগ নগর সভাপতি আনোয়ার হোসেনকে মেয়র প্রার্থী হিসেবে সমর্থন দিয়েছে। এমন ঘোষণার পর বর্তমান মেয়র সেলিনা হায়াত আইভি জানিয়েছেন কেন্দ্রীয় মনোনয়ন ছাড়া নির্বাচন করবেননা তিনি।
এদিকে আনোয়ার হোসেন বলছেন, দলের তৃনমুল তাকে সমর্থন দিয়েছে। দলের সিদ্ধান্ত মেনে নিয়েই কাজ করবেন তিনি।
জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই জানান, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা যাকে প্রার্থী ঘোষণা করবেন তার পক্ষেই সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে।
প্রার্থীতা নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের মধ্যে মতভেদ থাকলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত মেনে নেয়ার কথা বলছেন সবাই।
আরও পড়ুন