মালয়েশিয়ায় জনশক্তি নেয়ার প্রক্রিয়া চুড়ান্ত, নিয়োগ পেতে পারে ৩ লাখ কর্মী
প্রকাশিত : ১২:২৪, ১৮ নভেম্বর ২০১৬ | আপডেট: ১২:২৪, ১৮ নভেম্বর ২০১৬
বাংলাদেশ থেকে তিন ধরণের জনশক্তি নেয়ার প্রক্রিয়া চূড়ান্ত করেছে মালয়েশিয়া। রিক্রুটিং এজেন্সিগুলো বলছে, এই দফায় দেশটিতে দু’থেকে ৩ লাখ কর্মী নিয়োগ পেতে পারে। মন্ত্রী বলছেন,খুলেছে বন্ধ দুয়ার। সরকার বললে, যেকোন সময় কর্মী পাঠাতে প্রস্তুত বাংলাদেশ।
ভূ-প্রকৃতি আর আবহাওয়ার অনেকটাই মিল থাকায় বাঙালি শ্রমিকদের পছন্দের তালিকায় মালয়েশিয়ার অবস্থান বেশ উপরে।
২০০৯ সালে শ্রমিক নেয়া বন্ধের পর ২০১২ সালে জিটুজি পদ্ধতি চালু করে সরকার। নানান জটিলতায় ৫ লাখের পরিবর্তে দেশটিতে মাত্র ৯ হাজার কর্মী কাজের সুযোগ পায়। জিটুজি ব্যর্থ হবার পর বিটুবি পদ্ধতিও ভেস্তে যায়। তাই এবার জিটুজি প্লাস বা সরকারের নিয়ন্ত্রণে রিক্রুটিং এজেন্সিগুলো কর্মী পাঠাতে সমঝোতা করেছে দু’দেশের সরকার।
প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় বলছে, আঙ্গুরের ছাপ, স্বাস্থ পরীক্ষাসহ সব ধরণের প্রস্তুতি শেষ হয়েছে।
মন্ত্রী বলছেন, জনশক্তি রফতানিতে দেশ আরেক ধাপ এগোল।
গেল ১৮ ফেব্রুয়ারি সমঝোতা স্মারক সই হবার পরদিনই তা বাতিল হয়ে যাওয়ায় মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে চিন্তিত ছিল মন্ত্রণালয়।
আরও পড়ুন