ছিনতাইয়ের অভিযোগে পুলিশ সদস্য আটক
প্রকাশিত : ১৪:৪৭, ১৮ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৪:৪৭, ১৮ নভেম্বর ২০১৬
রাজধানীতে এক ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনতাইয়ের সময় সাধারণ মানুষের কাছে ধরা খেয়েছে পুলিশের এক সদস্য। শুক্রবার ভোরে কাওরান বাজারের সার্ক ফোরারার মোড়ে এক ডিম ব্যবসায়ীর কাছ থেকে টাকা নিয়ে পালানোর সময় ওই ব্যক্তি তাকে হাতে নাতে ধরে ফেলে। পরে তাকে শাহবাগ থানায় সোপর্দ করে। আটক কনস্টেবল লতিফুজ্জামানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার শিকার ডিম ব্যবসায়ী আবদুল বাসির শুক্রবার ভোরে লালবাগে ডিম সাপ্লাই দিয়ে ভ্যান নিয়ে তেজগাঁয় নিজের আড়তে ফিরছিলেন। এ সময় মোটরসাইকেল চালিয়ে কনস্টেবল লতিফুজ্জামানসহ দুই পুলিশ সদস্য তার কাছ থেকে টাকা নিয়ে পালানোর চেষ্টা করে।
এ সময় সাধারন মানুষ কনস্টেবল লতিফকে ধরে শাহবাগ থানায় সোপর্দ করে। অন্য পুলিশ সদস্য পালিয়ে যায়।
ট্রাফিক গুলশান জোনের কনস্টেবল লতিফ দীর্ঘদিন ধরে এভাবেই টাকা ছিনতাই করছেন বলে অভিযোগ করেছেন কয়েকজন ভুক্তভোগি।
রমনা জোনের এসি জানান, তার বিরুদ্ধে মামলা নিয়ে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী পালিয়ে যাওয়া অন্য পুলিশ সদস্যকেও গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
আরও পড়ুন