লুক চ্যাডউইকের জন্মদিন আজ
প্রকাশিত : ১৭:১০, ১৮ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৭:১০, ১৮ নভেম্বর ২০১৬
লুক চ্যাডউইক ইংল্যান্ডের সাবেক ফুটবলার। খেলতেন মিডফিল্ড পজিশনে। ১৯৮০ সালে আজকের এই দিনে ইংল্যান্ডের ক্যামব্রিজ শহরে জন্ম গ্রহন করেন চ্যাডউইক।
পুরো নাম লুক হ্যারি চ্যাডউইক। তবে সবার কাছে লুক চ্যাডউইক নামেই বেশী পরিচিত এ ইংলিশ ফুটবলার। ছোট বেলা থেকেই ফুটবলের প্রতি বেপক আগ্রহ ছিল। আর অল্প সময়ে ভাল ফুটবল খেলায় পরিবার থেকে সহযোগীতার হাত বাড়িয়ে দেয়া হয়। প্রথমে স্কুল ভিত্তিক প্রতিযোগীতায় সুনামের সাথে খেলতে থাকেন লুক। এরপর ধীরে ধীরে পেশাদার ফুটবলে জড়িয়ে পড়েন তিনি। পেশাদার ফুটবলে তার প্রথম ক্লাব ম্যানচেষ্টা ইউনাইটেডের যুব দল। ১৯৯৭ সাল থেকে ৯৯ সাল পর্যন্ত খেলেছেন এই ক্লাবের যুবদলে।
যুবদলে ভালো করার পর সুযোগ পান ম্যান ইউর মূল দলে। এরপর রেড ডেভিলসদের হয়ে টানা পাঁচ বছর। এই বছর ক্লাবটির বিভিন্ন সাফল্যে রেখেছেন গুরুত্বপূর্ন অবদান।এই ক্লাবের হয়ে মাঝে ধারে খেলেন রয়্যাল অ্যানট্রেপ, রিডিং ও বার্নলে ক্লাবে । ২০০৪ সালে যোগ দেন ওয়েষ্টহ্যাম ক্লাবে। এরপর খেলেন স্টোক সিটিতে।
ভালো খেলায় ক্যারিয়ারে ডাক পেয়েছেন অনেক ক্লাব থেকেই। ২০০৭ সালে নতুন করে চুক্তি করেন নরউইচ সিটিতে। মাঝে আরো কয়েকটি ক্লাবের হয়ে ধারে খেলার পর ২০১৪ যোগ দেন নিজ শহরের ক্লাব ক্যামব্রীজ ইউনাইটেডে। আর ২০১৫-১৬ মৌসুমে খেলেন সোহাম টাউন রেঞ্জার্স ক্লাবের জার্সিতে।
ক্লাব পর্যায়ের পাশাপাশি জাতীয় যুব দলেও সমান তালে খেলেছেন চ্যাডউইক। খেলেন ইংল্যান্ড অনুর্ধ্ব-১৮ ও ২১ দলে। তবে, ইংল্যান্ডের মূল দলের হয়ে মাঠে নামা হয়নি তার।
আরও পড়ুন