ঢাকা, শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪

সবজির সরবরাহ বাড়লেও দাম বেশি

প্রকাশিত : ১৪:৪০, ১৮ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৪:৪০, ১৮ নভেম্বর ২০১৬

বাজারে শীতের সবজির সরবরাহ বাড়লেও দাম বেশি। বেগুন, কাচামরিচ, শসা ও টমেটো-সহ বেশ কিছু সবজির দাম ৫০ টাকার ওপরে। এদিকে মাছের ইলিশ মাছের বাজার বেশ চড়া ফলে ক্রেতাও কম। আর আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে প্রায় সব রকমের চাল। সরবরাহ বেড়েছে শীতকালীন সবজির। তবে অধিকাংশ সবজির দামই সাধারন মানুষের নাগালের বাইরে। বাজার ভেদে ফুলকপি, বাঁধাকপি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকায়। টমেটোর কেজি ৭০টাকা। এছাড়া কাঁচামরিচ ও সিম ৮০ আর বেগুন বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় আবারো বাজারে আসছে ইলিশ। তবে দাম কিছুটা বেশী। এদিকে আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে চাল। বাজার ভেদে ভাল মানের মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৪৭ থেকে ৫০ টাকায়। আর মোটা চাল ৩২ থেকে ৩৫ টাকায়। নতুন চাল বাজারে এলে দাম কমবে বলে মনে করছেন বিক্রেতারা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি