ঢাকা, শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪

ক্যান্সার নিরামযোগ্য, তৃণমূল পর্যায়ে সচেতনতা জরুরী

প্রকাশিত : ১৫:০৭, ১৮ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৮:৪০, ১৮ নভেম্বর ২০১৬

দেশে ক্যান্সারে আক্রান্তের সংখ্যাটি কত? তার সঠিক তথ্য নেই সরকারি-বেসরকারি পর্যায়ে। বিশেষজ্ঞরা বলছেন, নিরামযোগ্য এই রোগ সম্পর্কে তৃণমূল পর্যায়ে সচেতনতা জরুরী। কিন্তু এই কার্যক্রম এখনো আটকে আছে শুধুমাত্র শহর কেন্দ্রীক সেমিনার- সিম্পোজিয়ামে। এমন প্রেক্ষাপটে দাবি উঠেছে এই রোগটি প্রতিরোধ জাতীয় নীতিমালার। উন্নত প্রযুক্তির কল্যাণে ক্যান্সার এখন শতভাগ নিরাময়যোগ্য। তবে এরজন্য চাই প্রাথমিক অবস্থায় সনান্তের সক্ষমতা। সঠিক সময়ে ক্যান্সার ধরা পড়লে চিকিৎসার পর আক্রান্ত ব্যক্তি ফিরতে পারে পুরোপুরি স্বাভাবিক জীবনে। ব্যাপক জনসচেতনতা ছাড়া শুরুতেই ক্যান্সার সনাক্ত প্রায় অসম্ভব বলেই মনে করেন ভুক্তভোগিরা। চলমান সচেতনতামূলক কর্মসূচির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুললেন ক্যান্সার চিকিৎসায় সংশ্লিষ্টরাও। ক্যান্সার চিকিৎসা বিকেন্দ্রীকরণে সচেতনতা বাড়বে বলে মত এই বিশেষজ্ঞের। শুধুমাত্র শুরুতেই সনাক্ত করা গেলে দেশে ক্যান্সারে মৃত্যুর হার অর্ধেকে নেমে আসবে বলে দৃঢ়মত বিশেষজ্ঞদের।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি