নেত্রকোণার দুর্গাপুরে শুরু হয়েছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী গারোদের ওয়ানগালা উৎসব
প্রকাশিত : ১৭:০৯, ১৮ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৭:০৯, ১৮ নভেম্বর ২০১৬
লোকজ নানা আয়োজনে নবান্ন উপলক্ষে নেত্রকোণার দুর্গাপুরে শুরু হয়েছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী গারোদের ওয়ানগালা উৎসব। শস্য দেবতাকে সন্তুষ্ট করতেই এ উৎসব আয়োজন। হাজার বছরের পুরনো ঐতিহ্যের ধারাবাহিকতায় গারো সম্প্রদায় প্রতিবছর অগ্রহায়ণ মাসের শুরুতে মেতে ওঠে ওয়ানগালা উৎসবে।
বাজনা-বাদ্যির সুর-ঝংকারে উন্মাতাল ওয়ানগালা ময়দান। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী গারোদের ঐতিহ্যের কৃষ্টি-সংস্কৃতির পরিবেশনায় মুখর, নতুন ধানের এ উৎসব।
শস্য দেবতাকে তুষ্ট করতে নিজেদের উৎপাদিত ফসলের এ উৎসব, গারো সম্প্রদায়ের দুই হাজার বছরের পুরোনো ঐতিহ্য।
এবারের ওয়ানগালা উদ্বোধন করেন দূর্গাপুরের সাংসদ জুয়েল আরেং। ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষ এখানে মেতেছেন উৎসব-আনন্দে।
হাজারবর্ষী সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশের শ্যামল জনপদে ধর্ম যার যার, উৎসব সবার।
আরও পড়ুন