ঢাকা, শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪

বঙ্গোপসাগরের ডুবো চরে আটকে পড়া লবণ বোঝাই জাহাজটি ২দিনেও উদ্ধার হয়নি

প্রকাশিত : ১৮:৩১, ১৮ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৮:৩১, ১৮ নভেম্বর ২০১৬

২দিনেও উদ্ধার হয়নি মংলা বন্দরের অদূরে বঙ্গোপসাগরের ডুবো চরে আটকে পড়া লবণ বোঝাই বিদেশী বানিজ্যিক জাহাজটি। ভিয়েতনামের পতাকাবাহী ‘এমভি তানভিন’ নামের জাহাজটি ১৮ হাজার ৭শ’ মেট্রিক টন লবন নিয়ে বুধবার ভোরে মংলা বন্দরে প্রবেশের সময় ডুবো চরে আটকে যায়। কাস্টমস ক্লিয়ারিং, কাগজপত্রসহ প্রয়োজনীয় প্রক্রিয়ার শেষ হলেই উদ্ধার কাজ শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এদিকে, জাহাজটি বর্তমানে কিছুটা ঝুকিপূর্ন অবস্থায় থাকলেও বন্দর চ্যানেল নিরাপদ রয়েছে। ফলে চ্যানেলে বানিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ বলে জানিয়েছে মংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি