চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সূবর্ণ জয়ন্তীর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
প্রকাশিত : ১৮:৫৩, ১৯ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৮:৫৩, ১৯ নভেম্বর ২০১৬
ভিডিও কনফারেন্স চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সূবর্ণ জয়ন্তীর অনুষ্ঠান উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর অবৈধ সামরিক সরকার মেধাবী ছাত্রদের হাতে অস্ত্র তুলে শিক্ষার পরিবেশ নষ্ঠ করেছে। এই সূবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে না পারায় আফসোস প্রকাশ করে ভবিষ্যতে নৈসর্গিক শোভামন্ডিত ক্যাম্পসে যাওয়ারও আখাংকা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।
১৯৬৬ সালে মাত্র ৪টি বিভাগ নিয়ে যাত্রা শুরু হওয়া বিশ্ববিদ্যালয়টি ৫০টি বছর পার করলো। ৫০ বছর পূর্তিতে সুবর্ণ জয়ন্তীর এই উৎসব। বিশ্ববিদ্যালয়ে খেলার মাঠে আয়োজিত উৎসবকে কেন্দ্র করে সকাল থেকেই সাবেক-বর্তমান শিক্ষার্থীদের পদচারনায় মুখরিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।
সকাল পৌনে ১১টায় গণভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সে সূবর্ণ জয়ন্তীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০মিনিটের বক্তৃতায় প্রধানমন্ত্রী শিক্ষার প্রসারে তাঁর সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। বলেন, উচ্চ শিক্ষিত জাতিই পারে দারিদ্র ও ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়তে।
এসময় প্রধানমন্ত্রী অভিযোগ করেন, ৭৫ পরবর্তী অবৈধ সামরিক সরকার ক্ষমতা কুক্ষিগত করতে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস থেকে জানা থেকে বঞ্চিত করেছে।
এদিকে সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠান ঘিরে পুরো ক্যাম্পাস পরিনত হয় সাবেক বর্তমান শিক্ষার্থীদের মিলন মেলায়।
অনুষ্ঠানে যোগদিতে পেরে খুশী সাবেক-বর্তমান শিক্ষার্থীরাও।
অনুষ্ঠানে যোগ দেন জাতীয় সংসদের স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরী।
অনুষ্ঠানে বক্তৃতা করেন প্রফেসর ইমেরিটাস ড. আনিসুজ্জামান। উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রী ব্যরিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ, সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীসহ বিশিষ্টজনরা। পরে মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ভূমিকার জন্যে শহীদ পরিবার ও মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেয়া হয়।
আরও পড়ুন