বিদ্যুত সংযোগের নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ
প্রকাশিত : ১১:৪১, ১৯ নভেম্বর ২০১৬ | আপডেট: ১১:৪১, ১৯ নভেম্বর ২০১৬
বিদ্যুত সংযোগের নামে বরগুনা ও নেত্রকোণায় গ্রাহকদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। বরগুনার দক্ষিণ কাকচিড়া গ্রামে স্কুল শিক্ষক ও নেত্রকোনার আশুজিয়া ইউপি মেম্বার ও তার সহযোগীদের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন বাসিন্দারা। আর লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তাদের।
নেত্রকোনার কেন্দুয়ার কৃষ্ণরামপুর গ্রামে বিদ্যুত সংযোগ দেয়ার নামে ইউপি মেম্বার বাবুল ও তার সহযোগী শহীদ টাকা নেয় গ্রামের ৮৬টি পরিবারের কাছ থেকে। কিন্তু আড়াই বছরেও বিদ্যুৎ সংযোগ পায়নি গ্রামবাসী। আর টাকা চাইতে গেলে মারধরের হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের
এ বিষয়ে মেম্বার ও তার সহযোগীর বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। কিন্তু টাকা নেয়ার কথা অস্বীকার করেছেন অভিযুক্ত মেম্বার।
লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এদিকে চলতি বছরে বরগুণার বামনার দক্ষিণ কাকচিড়া গ্রামে নতুন বিদ্যুৎ সংযোগের কাজ শুরু করে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতি। এর বছর খানেক আগেই বিদ্যুৎ সংযোগের নামে গ্রামের ৬০টি পরিবারের কাছ থেকে টাকা নেন স্থানীয় প্রধান শিক্ষক পান্না মিয়া।
এ বিষয়ে জানতে চাইলে কোন সদুত্তর দিতে পারেননি অভিযুক্ত শিক্ষক। এদিকে অভিযোগের সত্যতা পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন বিদ্যুত বিভাগের কর্মকর্তা।
দ্রুত এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবে কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা ভুক্তভোগীদের।
আরও পড়ুন