ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

স্থানীয় বাজারগুলোতে ব্যাপকহারে সবজি উঠলেও দাম পাচ্ছেন না চাষীরা

প্রকাশিত : ১০:৫৫, ৬ মার্চ ২০১৬ | আপডেট: ১০:৫৫, ৬ মার্চ ২০১৬

এবছর দেশের সব অঞ্চলেই সবজির ভাল ফলন হয়েছে। তবে স্থানীয় বাজারগুলোতে ব্যাপকহারে সবজি উঠলেও সে অনুযায়ী দাম পাচ্ছেন না চাষীরা। অথচ হাত ঘুরে শহরের বাজারে এ সবজিগুলোই বিক্রি হচ্ছে কয়েকগুণ বেশি দামে। স্থানীয় বাজার থেকে খুচরা বাজার পর্যন্ত মুনাফা ভোগ করছেন কেবল মধ্যস্বত্ত ভোগীরা। নরসিংদীর বিভিন্ন উপজেলায় স্থানীয় বাজারে লাউ, কুমড়া, মুলা ও বেগুনসহ নানা সবজি উঠছে ব্যাপকহারে। সেখান থেকে ঢাকাসহ বিভিন্ন জায়গায় সরবরাহ হচ্ছে প্রতিদিনই। তবে বাজারে সবজির ভাল দাম পাচ্ছেন না বলছেন কৃষকরা। রাজবাড়ীতেও এবার চাষাবাদে নানামুখী উদ্যোগ নেয়ায় সবজির বাম্পার ফলন হয়েছে। তবে দাম নিয়ে হতাশ কৃষকরা। এদিকে উত্তরবঙ্গের অন্যতম সবজির পাইকারি হাট বগুড়ার মহাস্থানেও সবজি সরবরাহ ভাল। হাট থেকে প্রতিদিন অন্তত ২০-২৫ ট্রাক বোঝাই আলু, ফুলকপি, বাঁধাকপি যাচ্ছে বড় শহরগুলোতে। বাজারে বিভিন্ন ধাপে চাঁদাবাজির অভিযোগ চাষীদের। পাইকারা বলছেন স্বল্প দামে সবজি কিনলেও পরিবহণ খরচ আর চাঁদাবাজির কারণে শহরের খুচরা বাজারে সবজির দাম চড়া। এ বিষয়ে সরকারি তদারকির দাবি কৃষক ও ক্রেতাদের।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি