বেগম জিয়ার প্রস্তাবে ইতিবাচক দিক আছে এবং সংবিধান সংশোধনের প্রয়োজন নেই
প্রকাশিত : ১৮:৫৩, ১৯ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৮:৫৩, ১৯ নভেম্বর ২০১৬
আওয়ামী লীগ সব দলের অংশগ্রহণে নির্বাচন চায় না বলেই, নির্বাচন কমিশন নিয়ে বেগম খালেদা জিয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। এমনটা মনে করেন বিএনপির শীর্ষ নেতারা। বেগম জিয়ার প্রস্তাবে ইতিবাচক দিক আছে এবং সংবিধান সংশোধনের প্রয়োজন নেই বলেও দাবী তাদের।
রাজধানীর সেগুনবাগিচায় জিয়া নাগরিক ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব দাবী করেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে খালেদা জিয়া চলমান সংকট নিরসনেই নির্বাচন কমিশন গঠনের রুপরেখা দিয়েছেন।
এদিকে জাতীয় প্রেসক্লাবে দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে শ্রমিক দল আয়োজিত এক অনুষ্ঠানে নির্বাচন কমিশন নিয়ে খালেদা জিয়ার দেওয়া রুপরেখা ইতিবাচক বলে দাবী করেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
বিএনপি নেতাদের মতে, এ প্রস্তাব নাকচ করে আওয়ামীলীগ প্রমাণ করেছে তারা, গণতন্ত্র চায় না।
আরও পড়ুন