পরিবারের সদস্য মনে করে রোগীদের চিকিৎসা দেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী
প্রকাশিত : ১৮:৪১, ১৯ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৮:৪১, ১৯ নভেম্বর ২০১৬
রোগীদের পরিবারের সদস্য মনে করে চিকিৎসা দেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিানা।
অ্যাসোসিয়েশন অব থোরাসিক অ্যান্ড কার্ডিওভাসকুলার সার্জনস অব এশিয়া’র ২৬তম বার্ষিক কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। শেখ হাসিনা আরো বলেন, চিকিৎসা সেবার প্রতি মানুষের আস্থা তৈরী করতে হবে, যাতে মানুষ চিকিৎসার জন্য বিদেশমুখী না হয়। হৃদরোগের চিকিৎসার পাশাপাশি গবেষণার ওপর গুরুত্ব দেয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। এছাড়া হৃদরোগ প্রতিরোধে মানুষকে সচেতন করতে আরো ব্যপক প্রচারণার চালাতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৩০
আরও পড়ুন