ডিবিএ’র নির্বাচনে ভোটগ্রহণ চলছে
প্রকাশিত : ১২:৩৬, ২০ নভেম্বর ২০১৬ | আপডেট: ১২:৩৬, ২০ নভেম্বর ২০১৬
ঢাকা স্টক একচেঞ্জের ব্রোকারদের সংগঠন ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ- ডিবিএ’র নির্বাচনে ভোটগ্রহণ চলছে।
সকালে উৎসবমুখর পরিবেশে শুরু হয় ভোটগ্রহণ। যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। প্রতিষ্ঠার পর এটিই ডিবিএ’র প্রথম নির্বাচন। নির্বাচনে মোট ১৫টি পরিচালক পদের জন্য মোট ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ২৪১জন ভোটার নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এদিকে, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোটগ্রহণ শুরু হওয়ায় ভোটারদের পাশাপাশি খুশি প্রার্থীরাও। তারা মনে করেন, একটি শক্তিশালী ও গতিশীল পুঁজিবাজার প্রতিষ্ঠায় ভোটাররা যোগ্য নেতৃত্বকেই বেছে নেবেন।
আরও পড়ুন