ঢাকা, শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪

বেগম সুফিয়া কামালের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত : ১২:৫৩, ২০ নভেম্বর ২০১৬ | আপডেট: ১২:৫৩, ২০ নভেম্বর ২০১৬

নারীমুক্তি, গণতন্ত্র ও সামাজিক-সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা কবি বেগম সুফিয়া কামালের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৯৯ সালের এই দিনে তিনি মারা যান সুফিয়া কামাল। ১৯১১ সালে বরিশালের মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। সুফিয়া কামাল ছিলেন কবি, নারী আন্দোলনের অগ্রণী নেত্রী, ধর্মান্ধতা ও অসাম্প্রদায়িকতার বিরুদ্ধে অকুতোভয় যোদ্ধা। একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠার প্রতিটি আন্দোলন-সংগ্রামে সুফিয়া কামাল সক্রিয়ভাবে অংশ নেন।সুফিয়া কামাল নিজ উদ্যোগে নিজেকে শিক্ষিত করেই ক্ষান্ত হননি, পিছিয়ে পড়া নারী সমাজকে শিক্ষিত করে তোলার দায়িত্বও কাঁধে তুলে নিয়েছিলেন।গড়ে তুলে ছিলেন বাংলাদেম মহিলা পরিষদ।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি