ঢাকা, শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪

বেশিরভাগ যাত্রী ছাউনিতেই নেই বসার পরিবেশ, গড়ে উঠেছে দোকানপাট

প্রকাশিত : ১৯:৫৯, ২০ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৯:৫৯, ২০ নভেম্বর ২০১৬

বন্দরনগরীর বেশিরভাগ যাত্রী ছাউনিতেই নেই বসার পরিবেশ। দখল করে গড়ে উঠেছে দোকানপাট। রক্ষণাবেক্ষণের অভাবে অপরিচ্ছন্ন, ভেঙে পড়া এসব যাত্রী ছাউনি কোনো কাজে আসছেনা নগরবাসীর। উপরন্তু পোহাতে হচ্ছে রোদ-বৃষ্টির দূর্ভোগে। নগরীর গুরুত্বপূর্ণ স্থান জিপিও মোড়। প্রতিদিন এখান থেকে বেশ কয়েকটি রুটের বাস যাত্রীদের চলাচল। প্রায় সময়ই সড়কে অপেক্ষমান যাত্রীদের ভিড়। বসার জন্য ছাউনি থাকলেও তার বেশিরভাগ অংশ ভাসমান দোকানের দখলে। বকিটুকু নোংরা। একই অবস্থা নগরীর বেশিরভাগ যাত্রী ছাউনির। সিটি করপোরেশন বলছে, এ পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠানকে ১১০টি যাত্রীছাউনি নির্মাণের অনুমতি দেওয়া হয়েছে। শর্তানুযায়ী যাত্রীর বসার সুব্যবস্থা ও প্রতিদিন পরিষ্কারের কথা থাকলেও মানা হচ্ছেনা তা। যাত্রী ছাউনিগুলো ব্যবহার উপযোগী করা হলে জনদূর্ভোগ ও সড়ক দূর্ঘটনা কমবে বলে মনে করছেন নগর পরিকল্পনাবিদরা। যাত্রীদের দূর্ভোগ লাঘবে আধুনিক ও মানসম্মত যাত্রীছাউনি নির্মাণে বেসরকারি প্রতিষ্ঠানের সাথে আলোচনা চলছে বলে জানিয়েছেন মেয়র। নগরবাসীর ভোগান্তি কমাতে শিগগির নতুন যাত্রীছাউনি স্থাপনের কাজ শুরু হবে,এমন প্রত্যাশা নগরীবাসী।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি