ঢাকা, শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪

বকেয়া প্রভিডেন্ড ফান্ড ও গ্র্যাচুইটির টাকা পরিশোধের দাবি জানিয়েছেন কেপিএম’র কর্মকর্তা ও কর্মচারীরা

প্রকাশিত : ১৭:৩৩, ২০ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৭:৩৩, ২০ নভেম্বর ২০১৬

অবসর গ্রহণের ৩ বছর পরও বকেয়া থাকা প্রভিডেন্ড ফান্ড ও গ্র্যাচুইটির টাকা পরিশোধের দাবি জানিয়েছেন চট্টগ্রাম কর্ণফুলী পেপার মিল কেপিএম’র  কর্মকর্তা ও  কর্মচারীরা। কেপিএমএর অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও জুনিয়র কর্মকর্তা ঐক্য পরিষদের আয়োজনে দুপুরে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হয়। এ’সময় পরিষদের আহবায়ক হাসানুজ্জামান লিখিত অভিযোগে জানান, সরকারি নিয়মে চূড়ান্ত অবসরের এক মাসের মধ্যে পাওনা পরিশোধের নির্দেশনা থাকলেও কেপিএম কর্তৃপক্ষ তা মানছে না। অবসরের তিন বছরেও পাওনা টাকা না পাওয়ায় প্রধানমন্ত্রী ও শিল্পমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা। পরে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন কেপিএম’র  কর্মকর্তা ও  কর্মচারীরা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি