ঢাকা, শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪

শহর ও গ্রামের মধ্যে পার্থক্য কমিয়ে সাধারণ মানুষের মাঝে প্রযুক্তির বৈষম্য দূর করা হবে: পলক

প্রকাশিত : ১২:২০, ২১ নভেম্বর ২০১৬ | আপডেট: ১২:২০, ২১ নভেম্বর ২০১৬

শহর ও গ্রামের মধ্যে পার্থক্য কমিয়ে সাধারণ মানুষের মাঝে প্রযুক্তির বৈষম্য দূর করা হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। নোয়াখালীর হাতিয়ার দ্বীপ সরকারী কলেজে রোববার শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। এসময় তিনি বলেন, শহর ও গ্রামের মাঝে প্রযুক্তিগত বৈষম্য দুর করতেই প্রধানমন্ত্রীর উদ্যোগে ইউনিয়ন ডিজিটাল সেন্টার স্থাপন করা হচ্ছে। হাতিয়ার বিভিন্ন চরের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও নিরাপত্তা নিশ্চিত করতে হাতিয়াকে ডিজিটাল সেবার আওতায় আনারও প্রতিশ্র“তি দেন।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি