ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

গ্রিসের মেসিডোনিয়ায় আটকা পড়েছে প্রায় ১৫ হাজার শরণার্থী

প্রকাশিত : ১২:১৮, ৬ মার্চ ২০১৬ | আপডেট: ১২:১৮, ৬ মার্চ ২০১৬

গ্রিসের মেসিডোনিয়া সীমান্তবর্তী এলাকায় আটকা পড়েছে প্রায় ১৫ হাজার শরণার্থী। সরকারকে জরুরী অবস্থা জারির আহ্বান জানালেন আঞ্চলিক গভর্ণর। এছাড়াও আরো অন্তত ১৩ হাজার শরণার্থী আশেপাশের ক্যাম্পগুলোতে মানবেতর জীবন যাপন করছেন বলে জানানো হয়েছে। অভিবাসনপ্রত্যাশীর স্রোত ঠেকাতে ইউরোপের দেশগুলোর সীমান্তে কড়াকড়ি আরোপ করার ফলে আটকা পড়েছেন এসব মানুষ। কর্তৃপক্ষ আশংকা করছে, কয়েকদিনের মধ্যে এখানে আরো ১৮ হাজার শরণার্থী এসে পৌঁছাবে। এদিকে শনিবারও অন্তত ১ হাজার অভিবাসন প্রত্যাশী এজিয়ান সাগর পাড়ি দিয়ে গ্রীসের লেসবসে এসে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি