দুর্নীতি করে শাস্তি না পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন বিশিষ্ট নাগরিকরা
প্রকাশিত : ১৫:২৮, ২১ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৫:২৮, ২১ নভেম্বর ২০১৬
রাঘব বোয়ালরা দুর্নীতি করে শাস্তি না পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন বিশিষ্ট নাগরিকরা। এদিকে দুর্নীতি দমনে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। রাজধানীতে দুদকের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।
দুর্নীতি দমনে স্বাধীনভাবে কাজ করার লক্ষ্য নিয়েই ২০০৪ সালে করা হয় দুর্নীতি দমন কমিশন। তবে কতটুকু পূরন হয়েছে সেই লক্ষ্য। সেই প্রশ্নই ঘুরে ফিরে আসে শিল্পকলা একাডেমীতে প্রতিষ্ঠাবার্ষিকীর এই অলোচনা সভায়।
খোদ প্রতিষ্ঠানের চেয়ারম্যানের মুখেও হতাশার সুর। নানা প্রতিবন্ধকতা নিয়ে কাজ করতে হচ্ছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে অংশ নিয়ে অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ বলেন, দুর্নীতি জাতিকে নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছে। ভদ্রতার লেবাসধারী অপরাধীদেরও আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
এর আগে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন কমিশনের চেয়ারম্যান। দুর্নীতিকে না বলতে সব কর্মকর্তাদের শপথ পাঠ করান তিনি।
আরও পড়ুন