ফৌজদারি কার্যবিধির ১৬০ ধারার অপব্যবহার রোধে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ না নিতে দেয়ায় রুল
প্রকাশিত : ১৫:৩৪, ২১ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৫:৩৪, ২১ নভেম্বর ২০১৬
ফৌজদারি কার্যবিধির ১৬০ ধারার অপব্যবহার রোধে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্ধসঢ়;রাহর বেঞ্চ এই রুল দেন। ফৌজদারি কার্যবিধির ১৬০ ধারায় পুলিশ অফিসারের সাক্ষী তলবের ক্ষমতার বিষয়ে বলা আছে। ৬ নভেম্বর গাজীপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান চৌধুরী ১৬০ ধারায় আশিস কুমার শর্মা নামের এক ব্যবসায়ীকে নোটিশ দেন। নোটিশে প্রাপককে ১৯ নভেম্বর জেলা ডিবির কার্যালয়ে উপস্থিত হতে বলা হয়। ঐ নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে ১৭ নভেম্বর একটি রিট হয়।
আরও পড়ুন